ভারতে ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যামাজন!

ভারতে ব্যবসা গুটিয়ে নিচ্ছে অ্যামাজন!

ভারতে ফুড ও ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেওয়ার পর পাইকারি ব্যবসাও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বার্ষিক পরিচালন কার্যক্রম পর্যালোচনা এবং খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে গত শুক্রবার ভারতে ফুড এবং ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেয় অ্যামাজন। ফুড চলতি বছরের শেষ নাগাদ ফুড এবং ২০২৩ সালের আগস্টে অ্যামাজন একাডেমি অপারেশন নামে ই-লার্নিং প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে।

জানা গেছে, ভারতের তিনটি বড় শহরে অ্যামাজনের পাইকারি পণ্য বিতরণ ব্যবসা পরিচালিত হয়। ছোট ব্যবসায়ীদের সহায়তায় দোকানে সরাসরি পণ্য বিতরণ করা হতো। আগামী ২৯ ডিসেম্বর সেবাটি বন্ধ হয়ে যাবে। আমেরিকার এই টেক জায়ান্ট বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে খরচ কমানোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে। গণ ছাঁটাইয়ের পরে এবার কোম্পানিটি অর্থনৈতিক মন্দার মধ্যেই তার বিশ্বব্যাপী বিভিন্ন ব্যবসার আনুষাঙ্গিক খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি মিডিয়া বিবৃতিতে, অ্যামাজন নিশ্চিত করেছে যে তারা বার্ষিক অপারেটিং পরিকল্পনা পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসাবে অ্যামাজন ডিস্ট্রিবিউশন, তাদের পাইকারি ই-কমার্স বিভাগ বন্ধ করবে। ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে এই পরিষেবাটি আর কাজ করবে না।

সংস্থাটি সম্প্রতি তার বিশ্বব্যাপী কর্মীবাহিনীর থেকে প্রায় ১০,০০০ কর্মী ছাঁটাই করে। কোম্পানির সিইও অ্যান্ডি জ্যাসি তার অফিসিয়াল বিবৃতিতে ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘোষণা করেছেন যে ২০২৩ সালের আসন্ন মাসগুলিতে ছাঁটাই অব্যাহত থাকবে। তবে, সমস্ত কর্মচারীকে সরাসরি বরখাস্ত করা হবে না। সংস্থাটি তার কর্মীদের কয়েক সপ্তাহের মধ্যে দফতর পরিবর্তন করতে বলেছে অথবা স্বেচ্ছায় বিচ্ছেদ কর্মসূচিতে (ভিএসপি) সাইন আপ করে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করতে বলেছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )