চাহিদার শীর্ষে রয়েছে যেসব স্মার্টওয়াচ

চাহিদার শীর্ষে রয়েছে যেসব স্মার্টওয়াচ

বর্তমান সময়ে স্মার্টওয়াচ আমাদের দৈনন্দিন জীবনের এক প্রয়োজনীয় সঙ্গী হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের হাঁটা বা দৌড়ানোর বিষয় ট্র্যাক করা, সময় মত বিছানায় যাওয়া এবং ঘুম থেকে ওঠা সহ নানা গুরুত্বপূর্ণ কাজে স্মার্টওয়াচ ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে স্মার্টওয়াচ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে সেরা স্মার্টওয়াচ বলা যেতে পারে অ্যাপল ওয়াচ এসই ডিভাইসকে। এ স্মার্টওয়াচ ভালো দামে বাজারে বিক্রি হওয়ায় এবং গুরুত্বপূর্ণ ফিচার দেওয়ায় চাহিদার শীর্ষে রয়েছে। অ্যাপল এর ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়াচ ৮ এবং ওয়াচ আল্ট্রাতে যে চিপসেট ব্যবহার করা হয়েছেে ঐ একই শক্তিশালী চিপসেট এ স্মার্টওয়াচ এ ব্যবহার করা হয়েছে। কাজেই আপনাকে দ্বিতীয় বেস্ট স্মার্টওয়াচের সন্ধান করার কোন দরকার নেই।

তবে এ ডিভাইসের বেজেল বেশ বড়। অলওয়েজ-অন-স্ক্রিন ডিসপ্লের ফিচার দেওয়া নেই। এমনকি ইসিজি বা টেম্পারেচার সেন্সর অনুপস্থিত রয়েছে। তবে খুব বেশি কাস্টমার এ ধরনের ফিচার ব্যবহার করে না। ভালো দামে এই স্মার্টওয়াচ ক্রয় করা যাচ্ছে বিধায় কিছু ফিচার অনুপস্থিত থাকলেও তা ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে। আপনার বাজেট কম থাকলেও অ্যাপেল ওয়াচের অভিজ্ঞতা নিতে পারছেন।

গুরুত্বপূর্ণ ফিচার উপস্থিত থাকায় অ্যাপলের এই স্মার্টওয়াচ ক্রেতাদের রেকমেন্ড করা যেতেই পারে। আপনি স্যামসাংয়ের স্মার্টওয়াচ কিনতে চাইলে তাদের গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো উপযুক্ত হবে। তাদের ডিজাইন বেশ আকর্ষণীয় এবং শক্তিশালী এক্সিনোস চিপসেট এখানে ইনস্টল করা আছে। ৫৯০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি এই স্মার্টওয়াচকে পাওয়ার প্রদান করছে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )