
আবারও টূইটারে নিজের অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। দেশটির স্থানীয় সময় গতকাল শনিবার থেকে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সচল অবস্থায় দেখা যায়। গত বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম সমর্থকদের হামলার পরে ট্রাম্পের শাস্তি হিসেবে টুইটার একাউন্ট বন্ধ করা হয়। ইলন মাস্ক ২৪ ঘণ্টার টুইটার পোল শেষে এক টুইট বার্তায় বলেন, ‘লোকজন কথা বলেছে, ট্রাম্পকে পুনর্বহাল (টুইটারে) করা হবে। মানুষের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠস্বর।’
রিপোর্ট অনুযায়ী, টুইটারে ইলনের পোলে অংশ নেয় ১ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৪৫৮ জন ব্যক্তি। এদের মধ্যে ৫১ দশমিক ৮ শতাংশ লোক ট্রাম্পের টুইটার একাউন্ট ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন। ৪৮ দশমিক ২ শতাংশ লোক ট্রাম্পের টুইটার একাউন্ট না রাখার পক্ষে ভোট দেন। রিপোর্ট অনুযায়ী প্রতিদিন ২৩৭ মিলিয়ন ব্যবহারকারী টুইটার ব্যবহার করে থাকেন। এর মধ্যে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী (ট্রাম্পের) বিতর্কিত অ্যাকাউন্ট পুনঃস্থাপন করা হবে কিনা তা নিয়ে ভোট দিয়েছেন। জরিপে ৫১.৮ শতাংশ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার পক্ষে এবং ৪৮.২ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছেন।