
নতুন নিয়োগ দিতে যাচ্ছে টুইটার
টুইটারের কর্মীদের ইলন মাস্ক নির্দেশনা দিয়েছেন শূন্যপদের জন্য উপযুক্ত কর্মীদের সন্ধান করতে। যদিও মাস্ক বা টুইটারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। যারা সফটওয়্যারে অভিজ্ঞ তাদের চাকরির সুযোগ দেবেন ইলন মাস্ক। টুইটারের কর্মীদের সঙ্গে এক বৈঠকে নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, আর ছাঁটাই করা হবে না, বরং কর্মী নিয়োগ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
দায়িত্ব নিয়ে কর্মীদের উদ্দেশে প্রথম বার্তায় মাস্ক জানিয়ে দিয়েছেন, এখন থেকে অফিসে এসেই কাজ করতে হবে। সপ্তাহে প্রায় ৮০ ঘণ্টা কাজ করতে হবে। সংস্থার আর্থিক সঙ্কট কাটাতে অন্য কোনো উপায় নেই বলেও জানিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী। শীর্ষ কর্মকর্তাসহ ৩ হাজার ৮০০ কর্মীর পর চুক্তিভিত্তিক ৪ হাজার ৪০০ কর্মী ছাঁটাই করেছেন টুইটারের নতুন প্রধান ইলন মাস্ক। এতে কর্মী সঙ্কটে পরে টুইটার। মাস্ক বলেছেন, যারা সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞ, তাদের প্রথম সুযোগ দেওয়া হবে। টুইটারের সদর দপ্তর টেক্সাসে সরানোর গুঞ্জন সম্পর্কে মাস্ক জানিয়েছেন, এখনো সেরকম কোনো চিন্তা-ভাবনা করা হয়নি।
টুইটারে সাড়ে ৭ হাজার কর্মী ছিলেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ কর্মী ইতিমধ্যে ছাঁটাই করেছেন মাস্ক। কর্মী ছাঁটাই নিয়ে তোপের মুখে ছিলেন মাস্ক। তার সমালোচনাও বাড়ছিল। এরই মধ্যে কর্মী নিয়োগের নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন মাস্ক। জানা গেছে, ১২০০ প্রযুক্তি বিশেষজ্ঞ পদত্যাগ করায় বিপাকে পড়েন মাস্ক। পরে তাদের ফিরিয়ে আনতে আলাদাভাবে বৈঠক করেন।