যেসব অ্যাপে ফ্রীতে দেখতে পারবেন টিভি

যেসব অ্যাপে ফ্রীতে দেখতে পারবেন টিভি

বর্তমান সময়ে ইন্টারনেট কানেকশনের ব্যাপক উন্নতির ফলে লাইভ টিভি দেখার মত আকর্ষণীয় ফিচার উপভোগ করা যাচ্ছে সহজে। ইন্টারনেট স্পিডে এতো বিশাল উন্নতি এসেছে যে মোবাইল ফোনেই এখন সবাই লাইভ টিভি দেখতে পারছেন। বাংলাদেশে বর্তমানে অনেক অ্যাপ ব্যবহার করে ফ্রি টিভি দেখা যায়। আসুন দেখে নেই ফ্রি টিভি দেখার অ্যাপ সম্পর্কে বিস্তারিত।

বায়োস্কোপ

গ্রামীণফোন এর বায়োস্কোপ অ্যাপ ব্যবহার করা খেলা, খবর, বিনোদন ও গান এর বিভিন্ন চ্যানেল অ্যাকসেস করতে পারবেন একদম বিনামূল্যে। সনি স্পোর্টস এর বেশ কয়েকটি চ্যানেল রয়েছে অ্যাপটিতে যা পছন্দের তালিকায় রয়েছে সকল খেলাপ্রেমীদের মাঝে।  এছাড়া দেশের বিভিন্ন জনপ্রিয় চ্যানেল, যেমনঃ সময় টিভি, একাত্তর টিভি, এনটিভি, ইত্যাদিও রয়েছে বায়োস্কোপ অ্যাপে।

বংগো

বংগো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে বিজ্ঞাপন দেখানো হয়ে থাকবে। দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠান এর পাশাপাশি এই অ্যাপ ব্যবহার করে লাইভ টিভি দেখা যাবে। মুভি, সিরিয়াল, নাটক এর পাশাপাশি দেশি বিদেশী অনেক চ্যানেল দেখার সুযোগ প্রদান করে অ্যাপটি। এছাড়া আপনি পাচ্ছেন অনেকগুলো খেলা ও খবরের চ্যানেল এই অ্যাপটিতে। এই অ্যাপের কনটেন্ট এর কালেকশন কিন্তু বেশ বড়ই বলা চলে, তাই চাইলে অবসর সময় কাটানোর সঙ্গী হতে পারে অ্যাপটি।

টফি

বাংলালিংক এর টফি অ্যাপটিতে আপনি ফ্রিতে পাচ্ছেন বেশ কয়েকটি টিভি দেখার সুযোগ। সময়টিভি, আরটিভি, দেশটিভি এর মত দেশী চ্যানেলগুলোর পাশাপাশি জি বাংলা, ভিএইচ১, এমটিভি, ইত্যাদি বিদেশী চ্যানেলও পেয়ে যাবেন টফি অ্যাপে যা সম্পূর্ণ ফ্রীতে স্ট্রিম করা যাবে অ্যাপ বা ওয়েবসাইট থেকে।

বিঞ্জ

লাইভ চ্যানেলের দিক দিয়েও এই প্ল্যাটফর্ম এর রেকর্ড ছোট নয়। স্পোর্টস, খেলা, মুভি, ইত্যাদি ক্যাটাগরির অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন বিঞ্জ অ্যাপটিতে। অ্যাপটিতে সনি স্পোর্টস এর অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন। এছাড়া দেশী চ্যানেল এর মধ্যে সময় টিভি, আরটিভি, নিউজ ২৪, একাত্তর টিভি, ইত্যাদি দেখতে পারবেন অ্যাপটিতে।

 

জাগোবিডি

জাগোবিডিতে আপনি পাচ্ছেন অসংখ্য বাংলা চ্যানেলের পাশাপাশি রেডিও এবং সংবাদপত্র। এশিয়ান টিভি, এটিএন, বিটিভি, যমুনা টিভি, সময় টিভি ইত্যাদি চ্যানেলের পাশাপাশি রেডিও ফুর্তি, ঢাকা এফএম, ইত্যাদি রেডিও শুনতে পারবেন জাগোবিডি ব্যবহার করে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে জাগোবিডি এর সার্ভিস সবসময় চালু থাকে যা ফ্রি টিভি অ্যাপ হিসেবে বেশ অসাধারণ।

 

আপনার পছন্দের ফ্রি টিভি দেখার অ্যাপ কোনটি, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না একদমই।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )