কত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে গুগল?

কত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে গুগল?

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন ‘যখন আপনার কাছে আগের তুলনায় কম কর্মী থাকে, তখন আপনার কাজ করার জন্য সমস্ত সঠিক জিনিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে। কিছুদিন আগে ফেসবুক এবং টুইটার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এবার তাদের পথ অনুসরণ করে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যালফাবেট। যারা প্রত্যাশা মতো পারফর্ম করতে পারছে না তাদেরকেই চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। এর আগে ২ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ছিল গুগলের। তবে এবার কোম্পানিটি ৬ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে জানা গেছে। আগামী বছরের শুরুতেই এই ছাঁটাই শুরু হবে। এরইমধ্যে টিম ম্যানেজারদের কাছে কর্মীদের নতুন মূল্যায়ন চাওয়া হয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির সময় অনলাইনে কার্যক্রম অনেক্ষানি বাড়ায় বেশ কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানি। তবে মহামারি কমে গেলে তারা এটি আর ধরে রাখতে পারেনি। উল্টো কর্মীদের ছাঁটাইয়ের পথে হাঁটছে কোম্পানিগুলো। ফেসবুক এরইমধ্যে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। যা কোম্পানিটির মোট কর্মীর ১৩ শতাংশ। এ ছাড়া সম্প্রতি টুইটারও কোম্পানিটির ৬০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। বিনিয়োগকারী কোম্পানি টিসিআই ফান্ড ম্যানেজমেন্ট সম্প্রতি গুগলকে কর্মী ছাঁটাইয়ের আহ্বান জানায়। ২০১৭ সাল থেকে কোম্পানি ৬০০ কোটি ডলার বিনিয়গ করেছে অ্যালফাবেটে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )