
হোয়াটসঅ্যাপ পোল তৈরী করবেন যে নিয়মে!
আসুন জেনে নেওয়া যাক কি পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ পোল ফিচার ব্যবহার করে খুব সহজে অ্যান্ড্রয়েড ও আইফোনে অন্যদের মতামত গ্রহণ তৈরি করে ফেলতে পারবেন।
- প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস চালিত ফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ফেলুন
- এবার যে চ্যাট বা গ্রুপে পোল তৈরি করতে চান উক্ত চ্যাট বা গ্রুপে প্রবেশ করুন
- নিচে ক্যামেরা বাটনের পাশে থাকা এটাচমেন্ট (🧷) আইকনে ট্যাপ করুন
- এবার Poll আইকন সিলেক্ট করে ফেলুন।
- Create Poll উইন্ডো থেকে পোল এর প্রশ্ন ও অপশন লিখুন। সর্বোচ্চ ১২টি অপশন দেওয়া যাবে এখানে।
- এছাড়া পোল এর ডানদিকে থাকা হ্যামবার্গার আইকনে ট্যাপ করে অপশন এর অর্ডার পরিবর্তন করা যাবে
- প্রশ্ন ও অপশন এড করা হয়ে গেলে সবুজ Send বাটনে ট্যাপ করুন
- ব্যাস! এভাবে বেশ সহজে হোয়াটসঅ্যাপ পোল তৈরী করতে পারবেন
হোয়াটসঅ্যাপ পোল আমাদের অনেক পরিস্থিতিতে কাজে আসতে পারে। যেমন ধরুন কোথাও যাওয়ার জন্য স্থান ঠিক করার ক্ষেত্রে বন্ধুদের গ্রুপ পোল তৈরি করতে পারেন। আবার পরিবারিক কোনো প্রোগ্রামে কোনো বিষয়ে সবার মতামত নিতে পোল তৈরি করা যেতে পারে। মোট কথায় হোয়াটসঅ্যাপ পোল অনেক কাজে আসতে পারে।
CATEGORIES Tips&Tricks