এখন থেকে বিকাশ-রকেটে আসবে রেমিটেন্স

এখন থেকে বিকাশ-রকেটে আসবে রেমিটেন্স

বিদেশে অবস্থানকারীরা এখন থেকে তাদের আয় বা রেমিটেন্স দেশে পাঠানোর জন্য বিকাশ, রকেট, উপায়ের মতো মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারবেন। ২৯ নভেম্বর, মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে,  বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত এমএফএস প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয় পাঠানো ক্ষেত্রে বিদেশস্থ অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম ও এগ্রিগেটর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারবেন।

যেসব এমএফএস প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স আছে তারাই এ সেবা দিতে পারবেন প্রবাসীদের। এতে দেশে দ্রুত রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা। আগে বিদেশি কোনো ব্যাংকের মাধ্যমে টাকা এনে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হত। এখন থেকে সরাসরি রেমিটেন্স আনতে পারবে এমএফএস প্রতিষ্ঠানগুলো।  সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালার আওতায় বিকাশ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে রেমিট্যান্স আনার সুযোগ পাবে। যা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা আসা বন্ধ করতে সহায়তা করবে।

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )